ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা তাপস পাল আর নেই!
প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২০
অকালেই চলে গেলেন ওপার বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা তাপস পাল ৷ মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) ভোর ৩:৩৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই গুনী অভিনেতার। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬১ বছর । গত ২৮ জানুয়ারি মুম্বাই গিয়েছিলেন তাপস পাল। সেখান থেকে ১ ফেব্রুয়ারি মেয়ে সোহিনী পালের কাছে, মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল তাপস পালের । তবে মেয়ের কাছে আর যাওয়া হল না ৷ বিমানে উঠার আগেই বুকে ব্যথা অনুভব করেন ।
পরবর্তিতে তাঁকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিলো। চিকিৎসা চলাকালীন সামান্য সাড়া দিলেও সোমবার থেকে অবস্থার অবনতি শুরু হয়। মঙ্গলবার রাত ৩ টে ৩৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ১৯৫৮ সালের ২৯ শে সেপ্টেম্বর হুগলির চন্দননগরে জন্মগ্রহণ করেন তাপস পাল। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ। কলেজে পড়াকালীন নজরে পড়েন পরিচালক তরুণ মজুমদারের। মাত্র ২২ বছর বয়সে মুক্তি পায় প্রথম ছবি দাদার কীর্তি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের।
উল্লেখযোগ্য ছবি গুলির মধ্যে সাহেব, ‘গুরুদক্ষিণা’, ‘অনুরাগের ছোঁয়া’, ‘পারাবত প্রিয়া’, ‘ভালোবাসা ভালোবাসা’ । ‘সাহেব’ ছবির জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান ১৯৮১ সালে বাংলার পাশাপাশি অভিনয় করেছেন হিন্দি ছবিতেও। মাধুরী দীক্ষিতের বিপরীতে অভিনয় করেছেন অবোধ ছবিতে। কৃষ্ণনগর লোকসভা থেকে তৃণমূলের লোকসভার সাংসদ ছিলেন তিনি।