জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে এরশাদের জন্য দোয়া
প্রকাশিত : ১ জানুয়ারি ২০২১
জাতীয় পার্টির (জাপা) ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সম্বৃদ্ধি কামনায় দোয়া করা হয়। শুক্রবার (১ জানুয়ারি) সকাল ৯টায় জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এবং মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।
এসময় বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করা হয়। এরপর জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে এরশাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান এমপি সৈয়দ আবু হোসেন বাবলা, দলের প্রেসিডিয়াম সদস্য এমপি মসিউর রহমান রাঙ্গাসহ অনেকে।