প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে না’গঞ্জ মহানগর বিএনপির কর্মসূচি সফল
প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২০
স্বরতন্ত্র নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক এই শ্লোগানের ব্যানারে কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। বুধবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টায় নগরীর বালুর মাঠ সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উকিল পাড়া এলাকায় গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কর্মসূচি শেষে হয়।
এদিকে, মহানগর বিএনপির কর্মসূচি স্থল নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও এর সংলগ্ন এলাকায় পুলিশের শক্ত অবস্থান থাকায়। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কৌশল অবলম্বন করে অন্যত্র কর্মসূচি সফল করেন। মহানগর বিএনপির সহ-সভাপতি এ্যাড. জাকির হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, মনিরুজ্জামান মনির, হাজী ফারুক হোসেন।
সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী ইসমাইল, আওলাদ হোসেন, দপ্তর সম্পাদক ইসমাইল মাষ্টার, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আনিছুর রহমান মোল্লা, সহ-দপ্তর সম্পাদক মাহমুদ, রোমান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক বরকত উল্লাহ বুলু, সহ-প্রচার সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, মানিক বেপারী, মহানগর বিএনপি নেতা জাহাঙ্গীর মিয়াজী, নজরুল ইসলাম সরদার, এ্যাড. জিয়া উদ্দিন জিয়া, শহীদ মেম্বার, পনির হোসেন, শওকত আলী লিটন, ফেরদৌসুর রহমান, কে এম খোকন, শামীম, কালাম, হারুন শেখ, মহানগর যুবদলের সহ-সভাপতি নাজমুল হক রানা।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরাফাত চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক হোসেন লিয়ন, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু, জুয়েল, রোমান হোসেন রাব্বী, মহানগর ছাত্র দলের সহ-সভাপতি মহানগর শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, ফজলুর রহমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।