ডাঃ সন্জিত কুমার দাসের উদ্দ্যেগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২০

গতকাল দুপুর ২টা-৫টা পযর্ন্ত বন্দরের বিবিজোড়া এলাকায় শাধু পরেশ আত্মার আশ্রমে এ সেবা প্রদান করা হয়। এসময় উপস্হি ছিলেন আশ্রমের মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী তারেক চন্দ্র বাড়ৈ, অনিল চন্দ্র বিশ্বাস, রঞ্জিত পাল,রন্জিত নন্দী, বকুল চন্দ্র দাস সাধু,গোপাল কৃষ্ণ দাস সহ প্রমুখ।

ডাঃ সন্জিত কুমার দাশ বলেন সাধু পরেশ মহাত্মার স্বরনে আমি সমাজের হত দরিদ্র মানুষ কে প্রাথমিক চিকিৎসা সেবা করছি এবং তাদের কে আমার সাধ্য অনুযায়ী ঔষধ প্রদান করছি। তিনি আরও বলেন প্রতি শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এখানে এসে এলাকার নারী পুরুষ কে এসেবা দিচ্ছি পরপারের আশায়।

মানুষ কে সেবা করে যদি মৃত্যুর পর সর্গে যাওয়ার আশায়,আমার আর অন্য কিছু পাওয়ার আশায় নয়। আমি সৃষ্টি করতা কে খুশি করতে পারি। আমাদের যেনো সমাজের প্রতিটি মানুষ সুবিধা বন্চিত সাধারন মানুষের সেবা করতে পারে এটাই কাম্য।

আপনার মতামত লিখুন :