জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক কমিটি অনুমোদন
প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২০
জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে পার্টির চেয়ারম্যান জিএম কাদের। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় মহিলা পার্টির বর্তমান কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম ক কাদের।
পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু’র সুপারিশে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ্যাডভোকেট সালমা ইসলামকে আহ্বায়ক এবং চেয়ারম্যানের উপদেষ্টা হেনা খান পন্নিকে সদস্য সচিব করে ৭৫ (পঁচাত্তর) সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।