মিনিস্টার গুরুপের সৌজন্যে চুয়াডাঙ্গায় শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২০
ঢাকা, ২৮ ডিসেম্বর,২০২০: মিনিস্টার গুরুপের সৌজন্যে চুয়াডাঙ্গায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এবং এফবিসিসিআই এর ডিরেক্টর এম এ রাজ্জাক খান রাজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম। এসময়ে আরও উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ।
শীতবস্ত্র বিতরণ শেষে তিনি স্থানীয় সংসদ সদস্য, সাবেক হুইপ, বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা সোলায়মান হক জোয়াদ্দার ছেলুন এমপি’র সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন।