পর্যটন কেন্দ্র কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে ব্যাতিক্রমি উদ্যোগে কাপল মেলা

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২০

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে ব্যাতিক্রমি উদ্যোগে কাপল মেলা । দেশের বিভিন্ন স্থান থেকে আগত দম্পতিরা এ মেলায় অংশগ্রহন করেন। দিনভর আড্ডা ও নাচ গানের মধ্যদিয়ে দিনটিকে উপভোগ করেন কাপলরা। ভালবাসা দিবস উপলক্ষে শুক্রবার দিন ব্যাপী কুয়াকাটা ইলিশ পার্ক এ মেলার আয়োজন করে।

অয়োজনকারীদের সূত্রে জানা গেছে, কাপলদের পরিচিতি সভার মধ্যে দিয়ে এ মেলার সুচনা। এর পর সৈকতে ঘুড়ি উড়ানো, বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখা ও ইলিশপার্কে বালিশ খেলা, বল নিক্ষেপ ও সবশেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে প্রত্যেকেই লাল রঙ্গের পাঞ্জাবি ও লাল শাড়ি ছিল বাড়তি অর্কষনী। এতে দেশের বিভিন্ন স্থানের ১৪ জন দম্পত্তি অংশগ্রহন করেন।
ঢাকা থেকে আসা কাপল পর্যটক শাহজাহান জানান, এই প্রথম বারের মতো প্রিয়জনকে নিয়ে এ মেলায় অংশগ্রহন করতে পেরে নিজেকে ধন্য মনে হয়েছে।

কাপল পর্যটক মৌ বলেন, ১৪ ফেব্রুয়ারিতে এই প্রথম কাপল মেলায় অংশগ্রহন করে ভালোবাসা দিবস উদযান করলাম।
কুয়াকাটা ইলিশ পার্কের ব্যাবস্থাপনা পরিচালক রুমান ইমতিয়াজ তুষার বলেন, কুয়াকাটাকে বিশে^র মাঝে আরো পরিচিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। সবার সহযোহিতা পেলে সামনের বছরগুলোতে এ মেলার আয়োজন করার চিন্তা ভাবনা রয়েছে।

আপনার মতামত লিখুন :