হিরো আলমের কণ্ঠে এবার হিন্দি গান!

প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০২০

সমালোচনার তীর উপেক্ষা করে একের পর এক গান গেয়ে যাচ্ছেন হিরো আলম। অনেকটাই যেন ‘ড্যাম কেয়ার’ ভাব তার মাঝে। মনে হচ্ছে কোনো সমালোচনাই তার এই গান গাওয়া আটকাতে পারবে না। তিনি নিজেও ইউটিউব চ্যানেলে এ কথা বললেন।

হিন্দি গান গেয়ে আজ নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন তিনি। গানের পূর্বে হিরো আলম বলেন, আমি তো মানুষের মন রাঙাতে চাই। ভাঙা মন জোড়া লাগাতে চাই। একটু বিনোদন দিতে চাই। আমি তো কারও পিছে লাগিনি। কে কী সমালোচনা করলো আমি কেয়ার করি না।

 

আপনার মতামত লিখুন :