বন্দরে পিঠা-পুলি ও নাচ-গানের মধ্য দিয়ে বসন্ত উৎসব পালিত
প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২০
স্টাফ রিপোর্টারঃ পিঠা-পুলি এবং নাচ-গানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বসন্ত বরণ উৎসব উদযাপন করেছে বন্দর উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেল ৩টা থেকেই এ আয়োজনের সূচনা করা হয়। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদ।
বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকারের সভাপতিত্বে উৎসবে অংশ নেন বন্দর উপজেলা সহকারি কমিশণার (ভূমি) আফিফা খান,বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব আবুল জাহের,বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সানাউল্লাহ সানু,মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা,বন্দর থানার ওসি(তদন্ত) আজহারুল ইসলাম।
বন্দর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আবু জাফর ও উপজেলা শিল্পকলা একাডেমি’র সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মিয়া,ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহমেদ,মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম,বন্দর থানা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শাহজাহান মোল্লা,বন্দর উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মাহাবুব চৌধুরী,উপজেলা শিক্ষা অফিসার মোঃ সোহাগ মিয়া,সমাজ সেবা কর্মকর্তা এস এম মোক্তার হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ। সংগীত পর্ব পরিচালনা করেন বন্দর উপজেলা শিল্পকলা একাডেমি’র শিল্পীবৃন্দ।