কুয়াকাটা পৌর নির্বাচন: ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২০

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি।। সাগর কন্যা খ্যাত পর্যটন কেন্দ্র কুয়াকাটা পৌর নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণে করনীয় ও প্রার্থীদের আচরণবিধি বিষয়ে সচেতনতামুলক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী জেলা নির্বাচন আফিসের উদ্যোগে শুক্রবার দুপুরে পর্যটন হলিডে হোমস’র যুবপান্থ নিবাসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো.জিয়াউর রহমান খলিফা, মাহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

এ সময় আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী আ:বারেক মোল্লা, জগ মার্কার স্বতন্ত্র মেয়র প্রার্থী আনোয়ার হাওলাদার, বিএনপি’র মনোনীত ধানের শীষ মার্কার মেয়র প্রার্থী আলহাজ্ব মো.আ:আজিজ মুসুল্লী ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত হাত পাখা মার্কার মেয়র প্রার্থী হাজী মো.নুরুল ইসলামসহ সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

মত বিনিময় সভায় প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ এবং অনুপ্রবেশকারীদের দৌরাত্ব বন্ধের দাবী জানিয়ে বলেন, অনুপ্রবেশকারীরা কুয়াকাটায় এসে সহিংসতা করছে। জেলা নির্বাচন কর্মকর্তা মো.জিয়াউর রহমান খলিফা প্রার্থীদের এ দাবীর প্রতি একাত্বতা পোষণ করে জানান, শিগগিরই কুয়াকাটাকে বহিরাগত মুক্ত করা হবে। তিনি এসময় ইভিএম পদ্বতিতে ভোট প্রদানের কৌশল প্রার্থীদের বলে দেন।

উল্লেখ্য বৃহস্পতিবার পর্যটনকেন্দ্র কুয়াকাটা পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২৪ জনকে হাসপাতালে নেওয়া হয়। স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের পোস্টার লাগাতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।

 

আপনার মতামত লিখুন :