করোনায় আক্রান্ত হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো
প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০২০
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মহামারি ভাইরাসটির উপসর্গ দেখা দেওয়ায় সম্প্রতি তার শরীরে করোনার উপস্থিতি আছে কিনা তা পরীক্ষা করা হয়। মূলত এর পরপরই তিনি করোনা পজিটিভ বলে ফলাফল আসে। ফরাসি রাষ্ট্রপতির ভবন এলিসি প্যালেস থেকে পাঠানো বিবৃতির বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে ম্যাক্রোকে আইসোলেশন করে রাখা হয়েছে।
এখন থেকে তিনি নিজ বাসভবনে থেকেই অফিস করবেন। এবার তাকে মাত্র সাত দিনের জন্য চিকিৎসকদের নজরদারিতে রাখা হবে। প্রতিবেদনে বলা হয়, করোনার দ্বিতীয় ও তৃতীয় ধাক্কা সামলাতে ফ্রান্সে চলতি সপ্তাহে রাতের কারফিউ জারি করা হয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডো মিটারসের হিসাব অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ২৪ লাখ ৯ হাজার ৬২ জন নতুন রোগটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ৬০ হাজার মানুষ।
উল্লেখ্য, বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রনেতাদের মধ্যে এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন আক্রান্ত হন। আক্রান্ত হয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্টও। এর মধ্যে জনসন সবচেয়ে বেশি ভুগেছেন।