ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মহান বিজয় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০২০
স্টাফ রিপোর্টার: আজ ৪৯তম মহান বিজয় দিবস। ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষ্যে সন্ধ্যা ৭টায় সংগঠনের কার্যালয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান আসিফ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঝালকাঠির সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন মো: রিয়াজ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কৃতিপাশা ইউনিয়ন সভাপতি ও রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মো: মোস্তফা কামাল বাবুল, সংগঠনের সাংবাদিক কল্যান বিষয়ক সম্পাদক এ কে এম মনজুরুল হক, ঝালকাঠি নাগরিক ফোরাম নেতা (বিএমএসএফ)এর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ খান মো: আলমগীর হোসেন, সংগঠনের সহ-সম্পাদক মো: মিজানুর রহমান, সদস্য সাইদুল ইসলাম বাবু, সুমন সমাদ্দার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সনি সহ অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা মহান মুক্তি যুদ্ধের স্মৃতি চারণ করেন এবং দেশের জন্য শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মো: রিয়াজ খান অশ্রু।