মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২০

বাগেরহাটের মোরেলগঞ্জে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে ২১বার তোপধ্বনি শেষে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের প্রতিনিধিরা। বুধবার বেলা ৭টায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, ফায়ার সার্ভিস, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করে।

এছাড়াও সরকারি এসএম কলেজ, সরকারি বালিকা বিদ্যালয়, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, প্রেস ক্লাব, উপজেলা স্কাউটস্, জাতীয় পার্টি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা পুষ্পমাল্য অর্পণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, সহকারি কমিশনার(ভূমি) মিকাইল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোজাম্মল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম পুতুল এ সময় উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ পৃথক কর্মসূচী পালন করছে।

 

 

আপনার মতামত লিখুন :