বেনাপোলে দুই কেজি ওজনের ২৪টি স্বর্ণের বার সহ আটক-১

প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০২০
ছবি: মোঃ রাসেল ইসলাম।

সুমা খাতুন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল আমড়াখালী চেকপোস্টের সামনে লোকাল বাস থেকে দুই কেজি ওজনের ২৪টি স্বর্ণের বার সহ মোঃ বাকি বিল্লাহ(২৬)নামে স্বর্ণ পাচারকারীকে আটক করেছে ৪৯ বিজিবি সদস্যরা।আটক র্স্বণ পাচারকারী বাকি বিল্লাহ বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামের আঃ ওহাব এর ছেল।

মঙ্গলবার (১৫ই ডিসেম্বর) দুপুর সাড়ে ৩ টার সময় বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টের সামনে একটি লোকাল বাস তল্লাশি করে দুই কেজি ওজনের ২৪টি স্বর্ণের বার সহ একজন পাচারকারীকে আটক করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য ১,৩৯,৮০,০০০/- (এক কোটি উনচল্লিশ লক্ষ আশি হাজার) টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের লেঃ কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টের সামনে একটি লোকাল বাসে অভিযান চালিয়ে এক স্বর্ণ পাচারকারীর দেহ তল্লাশি করে ২৪টি স্বর্ণের বার সহ পাচারকারীকে আটক করা হয়েছে।আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। প্রাথমিক তদন্ত শেষে আসামীকে থানায় সোপর্দ করা হবে এবং আটকৃত মালামাল যথাযথ নিয়ম অনুস্বরণ পূর্বক ট্রেজারীতে জমা করা হবে।

আপনার মতামত লিখুন :