“আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন” পৌর কমিটি’র সভাপতি-সাধারন সম্পাদক নির্বাচিত
প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২০
সুমা খাতুন,বেনাপোল প্রতিনিধি: আন্তজার্তিক মানবাধিকার সংস্থা( সরকার কর্তৃক অনুমোদিত রেজি নং-১৩২০০) আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন, বেনাপোল পৌর কমিটির নব-নির্বাচিত সভাপতি হয়েছেন- পৌর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও বিশিস্ট সিএন্ডএফ ব্যবসায়ী- আশরাফুল আলম উজ্জল এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন- বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়ী- সাজেদুর রহমান সুমন।
সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিচালক মোঃ উজ্জল হোসেন মুরাদ এবং সহ- নির্বাহী পরিচালক- মোঃ মনোয়ার হোসেন জনি এর ১১/১২/২০২০ ইং তারিখে স্বাক্ষরিত নব- নির্বাচিত বেনাপোল পৌর কমিটি’র নামের তালিকা প্রকাশ করা হয়। সর্বমোট ৪১ জন সদস্য প্রকাশিত কমিটিতে রয়েছেন।
এদিকে,সংস্থা কর্তৃক অনুমোদিত নব-নির্বাচিত কমিটির সভাপতি- আশরাফুল আলম উজ্জল এবং সাধারন সম্পাদক- সাজেদুর রহমান সুমন
সংস্থার কথা তুলে ধরে বলেন,মানবাধিকার সুবিধা বঞ্চিতদের জন্য মানবিক মূল্যবোধকে অন্তরে ধারন ও লালন করে সহযোগীতা,সহনশীলতা ও ভ্রাতৃত্ব দিয়েই দেশ এবং দেশের মানুষের মানবাধিকার প্রতিষ্ঠায় একত্রে কাজ করে যাবো,এর জন্য নেতৃবৃন্দ এলাকার মানুষের দোয়া ও সহযোগীতা একান্ত কাম্য বলে জানান।