ঝিকরগাছায় র্যাবের অভিযান ভারতীয় গাঁজা সহ আটক-১
প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২০
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: যশোর জেলার ঝিকরগাছা থানাধীন হাড়িয়া এলাকা থেকে ভারতীয় ৯৭৫ গ্রাম গাঁজা সহ মোঃ হৃদয় হোসেন (১৫) নামে এক মাদক বহনকারীকে আটক করেছে র্যাব সদস্যরা। আটক মাদক বহনকারী হৃদয় শার্শার বহিলাপোতা গ্রামের রেজাউল ইসলাম এর ছেলে।
সোমবার(১৪ই ডিসেম্বর) দুপুর ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এর নেতৃতে ঝিকরগাছা থানাধীন হাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৯৭৫ গ্রাম ভারতীয় গাঁজা সহ একজন মাদক বহনকারীকে আটক করা হয়।
যশোর র্যাব-৬, সিপিসি-৩, ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন(এক্স)বিএন আটক আসামী সহ মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।তিনি আরো বলেন, উদ্ধার কৃত আলামত ও ধৃত আসামীকে যশোর জেলার ঝিকরগাছা থানায় হস্তান্তর করতঃ ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী ক্রমিক ১৯ (ক) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন।