গলাচিপায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আ’লীগের পতাকা উত্তোলন

প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২০

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, সূর্যোদয়ের সাথে সাথে দলের উপজেলা আওয়ামী লীগের অফিস কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ। সোমবার সকাল ৬ টায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. মজিবুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার মো. শাহ আলম জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করেন।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম রনো, পৌর আওয়ামী লীগ নেতা সাজ্জাদ আহমেদ মাসুদ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ আহমেদ আসিফ, সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. ধলা মাঝি, সাধারণ সম্পাদক মো. নুর সায়েদ মাতব্বর, গোলখালী ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাসির উদ্দিন প্যাদা, সাংবাদিক সঞ্জিব দাস প্রমুখ।

 

আপনার মতামত লিখুন :