বিশ্বকাপের টি-টোয়েন্টি নারী সময়সূচি
প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২০
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে টুর্নামেন্টের সব খেলা। মূলত, বিশ্ব নারী দিবসকে উপলক্ষ করে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ৮ মার্চ বিশ্ব নারী দিবসে এই আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
দুই গ্রুপে ভাগ হয়ে দশটি দল অংশ নিবে এবারের আসরে। বাছাইপর্বের বাধা উতরিয়ে বিশ্বকাপের টিকেট কাটা বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘এ’ তে। এই গ্রুপের অন্য চার প্রতিপক্ষ হচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। এদের মধ্যে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ খেললেও বিশ্বকাপের মাধ্যমেই নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম মাঠে নামবে সালমা-জাহানারারা। দুই গ্রুপের শীর্ষ চারদল সেমিফাইনাল খেলবে।
একনজরে দেখে নিন বাংলাদেশ সময় অনুযায়ী টি- টোয়েন্টি নারী বিশ্বকাপের গ্রুপ ও সময়সূচি।
গ্রুপ ‘এ’ – বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা
গ্রুপ ‘বি’ – ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, থাইল্যান্ড।
২১ ফেব্রুয়ারি ২০২০ : অস্ট্রেলিয়া বনাম ভারত (সিডনি, দুপুর ২টা)
২২ ফেব্রুয়ারি ২০২০ : ওয়েস্ট ইন্ডিজ বনাম থাইল্যান্ড; (পার্থ দুপুর ১২টা)
নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা (পার্থ বিকাল ৫টা)
২৩ ফেব্রুয়ারি ২০২০ : ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা (পার্থ, বিকাল ৫টা)
২৪ ফেব্রুয়ারি ২০২০ : অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা (পার্থ, দুপুর ১২টা)
ভারত বনাম বাংলাদেশ (পার্থ, বিকাল ৫টা)
২৬ ফেব্রুয়ারি ২০২০ : ইংল্যান্ড বনাম থাইল্যান্ড (ক্যানবেরা, সকাল ৯টা)
ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান (ক্যানবেরা, দুপুর ২টা)
২৭ ফেব্রুয়ারি ২০২০ : ভারত বনাম নিউজিল্যান্ড (মেলবোর্ন, সকাল ৯টা)
অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ (ক্যানবেরা, দুপুর ২টা)
২৮ ফেব্রুয়ারি ২০২০ : দক্ষিণ আফ্রিকা বনাম থাইল্যান্ড (ক্যানবেরা সকাল ৯টা)
ইংল্যান্ড বনাম পাকিস্তান (ক্যানবেরা, দুপুর ২টা)
২৯ ফেব্রুয়ারি ২০২০ : নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ (মেলবোর্ন সকাল ৯টা)
ভারত বনাম শ্রীলঙ্কা (মেলবোর্ন দুপুর ২টা)
১ মার্চ, ২০২০ : দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান (সিডনি, সকাল ৯টা)
ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ (সিডনি, দুপুর ২টা)
২ মার্চ, ২০২০ : শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ( মেলবোর্ন, সকাল ৯টা)
অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ( মেলবোর্ন, দুপুর ২টা)
৩ মার্চ, ২০২০ : পাকিস্তান বনাম থাইল্যান্ড (সিডনি সকাল ৯টা)
ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা (সিডনি, দুপুর ২টা)
৫ মার্চ, ২০২০ : প্রথম সেমিফাইনাল (সিডনি, সকাল ৯টা)
দ্বিতীয় সেমিফাইনাল (সিডনি, দুপুর ২টা)
৮ মার্চ, ২০২০ : ফাইনাল ( মেলবোর্ন, দুপুর ২টা)