এ সরকারের আমলে দ্রুত ন্যায়পাল বাস্তবায়ন করা হবে: সংরক্ষিত মহিলা এমপি

প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২০

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০ উপলক্ষে দুর্নীতি বিরোধী র‌্যালি ও চৌমোহনা চত্বরে পথ সভা অনুষ্ঠিত হয়েছে আজ ৯ ডিসেম্বর সকালে। উচ্চ পর্যায়ে দুর্ণীতি বন্ধ হলে দেশে দুর্ণীতি কমবে শ্লোগানে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ হইতে দুর্নীতি বিরোধী র‌্যালি, দুপুর ১২ ঘটিকায় চৌমোহনা চত্বরে পথ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার ও হবিগঞ্জ সংরক্ষিত আসন-৩৩৬ সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন।

প্রধান অতিথি তার বক্তব্য দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সকল কার্যক্রম ও সংগঠনের সকল দাবীর সাথে একমত ঘোষনা করে বলেন- দ্রুত ন্যায়পাল বাস্তবায়ন ও দুর্ণীতিবাজদের শাস্তি মৃত্যুদন্ডের বিধান এ সরকারের আমলে বাস্তবায়ন করা হবে। আপনাদের এ দাবী নিয়ে আমি জাতীয় সংসদে প্রস্তাব রাখবো। দুর্ণতিবাজদের কোন ধর্ম নাই। বর্তমান আওয়ামীলীগ সরকার সকল দুণর্িিতবাজদের কঠিন শাস্তির আওতায় নিয়ে আসছে। তা আর কোন সরকারের করেনি। দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা কমিঠির সভাপতি আলহাজ্ব এড. মাহবুবুল আলম শামীম এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন-মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ জাফর ইকবাল, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি শেখ ফয়েজ আলী, সৈয়দ মর্তুজা আলী মেন্দি মিয়া, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ, সিনিয়র সদস্য মোবাশ্বির আহমদ, যুব ফোরামের সহ-সভাপতি নয়ন দেব, সাধারণ সম্পাদক এমএ সামাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ কাইয়ুম সুলতান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাহিদ নিয়াজ, মৌলভীবাজার বিআরটি পরিচালক মোঃ হাবিবুর রহমান, অধ্যক্ষ মোঃ আইয়ুব আলী, জ্যের্তিময় চক্রবর্তী, মাহমুদুর রহমান-(২), মোঃ জব্বার তালুকদার, মির্জা আবু মোঃ জামান (অবঃপ্রাপ্ত), অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, মোঃ মঈনুল হক, মোঃ আব্দুল বারিছ, সাংবাদিক মোঃ আব্দুল বাছিত খান, সাংবাদিক সাইদুল ইসলাম, সাংবাদিক এ.কে অলক, মৌলানা শরীফ আহমদ, মোঃ জাহেদুল ইসলাম পাপ্পু, ফাতেমা বেগম পপি, মোঃ কিবরিয়া, আলো রাণী দেব, মোঃ পায়েল আহমদ, রাহাত আহমদ শিপন, শিউলী রানী দেব নাথ ও সালা উদ্দিন, জামাল আহমদ, আবুল কালাম, সৈয়দ রেদওয়ান, জোবায়ের আহমেদ রুমি, আজিজুল ইসলাম রিয়াদ, মোঃ শাহিন ফয়েজ, বিকাশ দাশ, তাকবির আহমেদ, সোহেল আহমদসহ জেলা শাখার নেতৃবৃন্দ, যুব ফোরাম, ছাত্র ফোরাম এর নেতৃবৃন্দ, ব্যবসায়ী,চাকুরীজিবী, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণীর লোকজন উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন :