গলাচিপা শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
প্রকাশিত : ৯ ডিসেম্বর ২০২০
সজ্ঞিব দাস, গলাচিপা : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের তৃণমূল পর্যায়ে শারীরিক প্রতিবন্ধীদের চলাফেরার করার সুবিধার্থে গলাচিপা উপজেলায় ২২জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ব্যবস্থাপনায় মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আশিস কুমার, প্রতিবন্ধীদের মাঝে তুলে দেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মো. অলিউল ইসলাম ও গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, খালিদ হোসেন মিলটন।বিতরণ কালে প্রধান অতিথি বলেন, বর্তমান শেখ হাসিনা সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী দেশের অসহায় শারীরিক প্রতিবন্ধীদের জীবন মানের সেবায় তার নিজ তহবিল থেকে এই সহায়তা প্রদান করেছে। তিনি এই মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানায়।