দশমিনায় ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রকাশিত : ৭ ডিসেম্বর ২০২০
সজ্ঞিব দাস,দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মধ্য বাঁশবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বের কালভাটের উপর থেকে সোমবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় র্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে মোঃ হামিরুল ইসলাম (৩৫) ৬৯৭পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন।
অভিযান পরিচালনা করেন র্যাব-৮ এর সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম। গ্রেফতারকৃতকে দশমিনা থানায় হস্তান্তর এবং মাদকদ্রব্য আইনে র্যাববাদী হয়ে একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামী উপজেলার রনগোপালদী ইউনিয়নের আঃ হালিমের ছেলে।