বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শাস্তির দাবিতে কলারোয়া উপজেলা আ.লীগের বিক্ষোভ মিছিল

প্রকাশিত : ৭ ডিসেম্বর ২০২০
কলারোয়া উপজেলা আ.লীগ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

মোঃ ইমরান সরদার,সাতক্ষীরায় জেলা প্রতিনিধি: কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানিয়ে সাতক্ষীরার কলারোয়া উপজেলা আ.লীগ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। এতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে বিচার ও শাস্তির দাবি করেছে কলারোয়া উপজেলা আ.লীগের নেতৃ বৃন্দ।

সোমবার (৭ ডিসেম্বর) বিকালে কলারোয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলীমুর রহমানের নেতৃত্বে বিশ্বাস মার্কেট হতে একটি সমাবেশ বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়৷

সমবেশে আ.লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। সমাবেশ থেকে বীর মুক্তিযোদ্ধারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এছাড়াও পৃথক ভাবে বিকালে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে ও অঙ্গসংগঠনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়৷

এসময় মানববন্ধনে অংশগ্রহণ করে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের আ.লীগ ও দলীয় সংগঠনের নেতা কর্মীবৃন্দ৷

আপনার মতামত লিখুন :