দীর্ঘ ১১ দিন ধরে কলাপাড়ায় স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি

প্রকাশিত : ৭ ডিসেম্বর ২০২০

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। বেতন বৈষম্যে নিরসন, নিয়োগ বিধি সংশোধনসহ ৩ দফা দাবিতে টানা ১১ দিনের মত পটুয়াখালীর কলাপাড়ায় কর্মবিরতি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশনের ঘোষনায় সাড়া দিয়ে এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্ম বিরতি পালন করেন তারা। এ উপজেলার প্রায় অর্ধ শতাধিক স্বাস্থ্য সহকারিরা গত ২৬ নভেম্বর থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান করে। কর্মবিরতির কারণে বিপাকে পড়েছেন টিকা নিতে আসা গ্রামের শিশুদের স্বজনরা।

আন্দোলকারীরা বলেন, তাদের চাকরি প্রারম্ভিক কাল থেকে অবহেলিত, বঞ্চিত ও চরম বৈষম্যের শিকার। তাই নিয়োগ বিধি সংশোধন করে সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১১ তম গ্রেড, স্বাস্থ্য সহকারী ১২ তম গ্রেড, ও স্বাস্থ্য পরিদর্শক ১৩ তম গ্রেডে উন্নীতকরনের দাবি জানান। স্বাস্থ্য কর্মী রতন চন্দ্র সাহা বলেন, বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশনের ঘোষনায় সাড়া দিয়ে স্বাস্থ্য সহকারীরা দেশের সব জেলা ও উপজেলায় এক যোগে আন্দোলন করছি। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্ম বিরতি চলবে বলে তিনি জাননিয়েছেন।

 

আপনার মতামত লিখুন :