স্থানীয় পর্যায়ে মামলা জট নিরসনে গ্রাম আদালত সক্রিয় রাখার দাবি
প্রকাশিত : ৬ ডিসেম্বর ২০২০
সারাদেশে স্থানীয় পর্যায়ে মামলা জট নিরসনে ও দ্রুততম সময়ের মধ্যে মামলা নিষ্পত্তির জন্য গ্রাম আদালত সক্রিয় রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ গ্রাম আদালত সহকারীবৃন্দ। সেগুন বাগিচার সংহতি মিলনায়তনে ‘বাংলাদেশ গ্রাম আদালত সহকারীবৃন্দ’ এর ব্যানারে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের মেয়াদ বৃদ্ধিসহ চাকুরি স্থায়ীকরণের দাবিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তরা এ দাবি জানান।
বক্তারা বলেন, “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ২য় পর্যায় প্রকল্পের আওতায় দেশের ৮টি বিভাগে ২৮টি জেলায় ১২৮টি উপজেলায় ১০৮০টি ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রম ৪টি সহযোগী বেসরকারী সংস্থার মাধ্যমে স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়িত করছে। প্রকল্পটি ডিসেম্বরেই শেষ হয়ে যাচ্ছে। মেয়াদ শেষে প্রকল্পটি সক্রিয় রাখা না হলে ১০৮০ জন আদালত সরকারী কর্মসংস্থান হারাবেন। স্থানীয় পর্যায়ে ব্যাপক মামলা জট দেখা দিবে।”
আলোচনা সভায় গ্রাম আদালত সহকারীবৃন্দ প্রকল্পটির মেয়াদ বৃদ্ধিকরণসহ গ্রাম আদালত সহকারীদের চাকুরী স্থায়ীকরণের জোর দাবি জানান। পাশাপাশি গ্রাম আদালত সহকারীবৃন্দের পরিবারগুলো যাতে কর্মহীন হয়ে চরম আর্থিক সংকটে পতিত না হয় সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
বাংলাদেশ গ্রাম আদালত সহকারী সমিতির সভাপতি মোঃ মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের প্রধান উপদেষ্টা মোঃ ইকবাল আমীন, বিশেষ অতিথি বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দীন, বাংলাদেশ গ্রাম আদালত সহকারী সমিতির সহ-সভাপতি বিশ্বজিৎ রায়, এইচ. এম. স্বপন, অভিজিৎ বৈরাগী, মিলন মিয়া, সবুজ মিয়া, মোঃ শাহজাদা মুরাদ প্রমুখ।