নবীগঞ্জে পৌর নির্বাচনে কে ধরবেন নৌকার হাল
প্রকাশিত : ৫ ডিসেম্বর ২০২০
ফরিদ আহমদ শিকদার, হবিগঞ্জ প্রতিনিধি: দ্বিতীয় দফায় ৬১টি পৌরসভার নির্বাচনের মধ্যে আগামী ১৬ জানুয়ারি নবীগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। এ উপলক্ষ্যে নবীগঞ্জে আওয়ামিলীগের প্রার্থী হিসেবে ৮ জন মনোয়ন জমা দিয়েছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর। পৌরসভার নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন- নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু।
নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মুজাহিদ আহমেদ, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল, জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম মিঠু।
নবীগঞ্জ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের তালিকা হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের কাছে জমা দেয়া হয়েছে। জেলা থেকে তালিকা পাঠানো হবে কেন্দ্রে। পরবর্তীতে নবীগঞ্জ পৌরসভার মেয়র পদে আওয়ামীলীগের চুড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করবে কেন্দ্রীয় আওয়ামীলীগ।