ঝিনাইদহে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মনির জন্মদিন পালন

প্রকাশিত : ৫ ডিসেম্বর ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মদিন পালন করা হয়েছে। গতকাল রাতে সদর থানা যুবলীগের আয়োজনে দলটির জেলা কার্যালয়ে এ উপলক্ষে আলোচনার সভার আয়োজন করা হয়।

সদর থানার যুবলীগের আহ্বায়ক শাহ মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজা এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, যুবলীগ নেতা ইখতিয়ার উদ্দিন, আশরাফুল ইসলামসহ যুবলীগের নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবলীগ নেতা নাজমুল হাসান মাহাদি। আলোচনা সভা শেষে জন্মদিনের কেক কাটা হয়। এসময় বক্তারা, যুবলীগের নেতাকর্মীদের ত্যাগের মনোভাব নিয়েই বঙ্গবন্ধুর আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

 

আপনার মতামত লিখুন :