ঝিকরগাছায় ভারতীয় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত : ৪ ডিসেম্বর ২০২০
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছা থানাধীন ইসলামপুর দক্ষিণ পাড়া ইটের রাস্তার উপর থেকে ৯শ গ্রাম ভারতীয় গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ সাদ্দাম হোসেন(২৪)নামে একজনকে আটক করেছে র্যাব সদস্যরা।আটক মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেন শার্শা থানাধীন কাজীর বের গ্রামের রবিউল ইসলাম এর ছেলে।
শুক্রবার (৪ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর র্যাব-৬, সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার ঝিকরগাছা থানাধীন ইসলামপুর দক্ষিণ পাড়া সাকিনস্থ জনৈক শেখ মোঃ আজিজুর রহমান এর দোকানের সামনে ইটের রাস্তার উপর হইতে অভিযান চালিয়ে ৯০০ গ্রাম গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করা হয়।
যশোর র্যাব-৬, সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন(এক্স)বিএন আটক আসামীসহ মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, ধৃত আসামী ও জব্দকৃত আলামত সহ যশোর জেলার ঝিকরগাছা থানায় হস্তান্তর এবং ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী ক্রমিক ১৯(ক) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন।