সিরাজগঞ্জে ২৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত : ৩ ডিসেম্বর ২০২০
সিরাজগঞ্জে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২। এসময় তার কাছ থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।বুধবার বিকেলে সলঙ্গা থেকে আতিক হাসান (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে হাটিকুমরুল গোলচত্তর এলাকায় বগুড়া-ঢাকা হাইওয়েতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২৯ কেজি গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় সেখান থেকে একটি মোবাইল ও একটি সিম জব্দ করা হয়েছে।
এ ঘটনায় সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরণীর ১৯(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র্যাব।