কুয়াকাটায় জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ মিছিল
প্রকাশিত : ১ ডিসেম্বর ২০২০
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর কুয়াকাটায় জঙ্গিবাদ,মেীলবাদী ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে মহিপুর থানা যুবলীগ। মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট’র নেতৃত্বে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিন শেষে কুয়াকাটা পৌর আওয়ামী লীগ অফিসের সামনে গিয়ে শেষ হয়।
এসময় বিক্ষোভ মিছিলে কুয়াকাটা পৌর যুবলীগের আহবায়ক মোঃ ইসাহাক শেখ, কুয়াকাটা পৌর শ্রমীক লীগ সভাপতি মোঃ আব্বাস কাজী, পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ কালাম মাঝি, কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান, পৌর আওয়ামী লীগ নেতা মোঃ জয়নাল শেখ, যুবলীগ নেতা মোঃ হান্নান মিয়া, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক বেল্লাল খলিফা, যুবলীগ নেতা লিটন মৃধা, কুয়াকাটা পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ মজিবুর রহমান,মহিপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ সিদ্দিক মোল্লা সহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
এসময় মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট বলেন, বাংলাদেশে জঙ্গীবাদ,মৌলবাদ ও সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। স্বাাধীনতা বিরোধী জামাত বিএনপির আগুন সন্ত্রাস ও জঙ্গীবাদ রুখে দিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে। এর ধারাবাহিকতায় কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নির্দেশে মহিপুর থানা যুবলীগ ও কুয়াকাটা পৌর যুবলীগ বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে।