মার্কিন সেনাদের ওপর সিরীয়দের বন্দুক হামলা (ভিডিও)
প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২০
মার্কিন সেনাদের ওপর বন্দুক নিয়ে হামলা চালিয়েছে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর আল কামিশলি অঞ্চলের বাসিন্দারা। স্থানীয় সময় বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে এ হামলা চালায় তারা। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল মাজদার নিউজ জানায়, সিরিয়ার আল কামিশলি এলাকায় মার্কিন সেনাদের ওপর বন্দুক হামলা চালায় সিরীয়রা।
এরপর তাদের ওপর পাল্টা হামলা চালায় মার্কিনবাহিনী। দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় সিরিয়ার একজন ও মার্কিন আরেক সেনা আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সিরিয়ার ওই অঞ্চলের বাসিন্দারা মার্কিন সামরিকবাহিনীর রাস্তা অবরোধ করতে চেয়েছিল। এটি নিয়েই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
মার্কিন সেনা ও সিরীয়দের মধ্যে সংঘর্ষের পর ওই এলাকায় মার্কিন বিমান হামলা হয়েছে বলেও খবর ছড়িয়ে পড়ে। অবশ্য খবর প্রকাশের বেশ কিছুক্ষণ পর মার্কিনিরা বিমান হামলা চালায়নি বলে জানায় সিরিয়া কর্তৃপক্ষ।