গলাচিপায় কৃষি প্রণোদনা পেলো সাত হাজারের বেশি কৃষক
প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় কৃষি প্রণোদনা পেলো সাত হাজারের বেশি কৃষক। প্রধান অতিথি কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ করছেন। উপজেলায় কৃষি বিষয়ক বিভিন্ন প্রণোদনা পেয়েছেন সাত সহ¯্রাধিক কৃষক। গলাচিপায় কৃষি পূনর্বাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে স্থানীয় কৃষকরা এসব সুবিধা পেয়েছেন। রবিবার (২৯ নভেম্বর) উপজেলা কৃষি অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ এস.এম শাহজাদা এমপি।
প্রধান অতিথি রবি ২০২০-২১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো, গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম এবং খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালিন মুগ উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ নেতা মু. মামুন আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা এসআরএম সাইফুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসাইন, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদসহ বিভিন্ন গণ্যমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা এসআরএম সাইফুল্লাহ বলেন, গলাচিপা উপজেলায় ৩ হাজার নয়শত কৃষককে পূনর্বাসন এবং ৩ হাজার ৪শত ৭০জন কৃষককে প্রনোদনা দেয়া হয়েছে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষি বান্ধব সরকার। আপনারা সকলে সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষি কাজ করবেন। আমাদের সকল জমিকে চাষাবাদের আওতায় আনতে সরকারের পাশাপাশি আমরাও এগিয়ে আসলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে।