কলাপাড়ায় গণমাধ্যম কর্মীদের সাথে কেন্দ্রীয় যুবলীগ নেতার শুভেচ্ছা বিনিময়
প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২৭নভেম্বর।। পটুয়াখালীর কলাপাড়ায় গণমাধ্যম কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক এ্যাড.ড.শামিম আল সাইফুল সোহাগ। বৃহস্পতিবার রাতে কলাপাড়া প্রেসক্লাবের উপস্থিত সাংবাদিরা তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন, পৌর যুবলীগের সহ-সভাপতি শেখ মো.যুবরাজ, সাংগঠনিক সম্পাদক গোলাম হায়দার মিঠু, আল আমিন হাওলাদার সহ স্থানীয় যুবলীগের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়ের এক পর্যায় কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড.ড.শামিম আল সাইফুল সোহাগ করোনা পরিস্থিতি ও মাদকের বিস্তার রোধে স্থানীয় সাংবাদিকদের প্রশংসা করেন। এছাড়া কলাপাড়া প্রেসক্লাবের নির্মানাধীন বহুতল ভবন নির্মানে আর্থিক সহায়তার আশ্বাস প্রদান করেন।