রাজনগরে আলোর দিশারী যুব সংঘের আত্মপ্রকাশ
প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২০
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: “বদলে যাবো, আজ বদলাতে সমাজ” এই শ্লোগানকে ধারন করে বিনামূল্যে ব্লাড গ্রুফিংয়ের মাধ্যমে রাজনগরে যাত্রা শুরু করলো আলোর দিশারী যুব সংঘ। বীর মুক্তিযোদ্ধা কানাডা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম মুহিবুর রহমান এর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি শাহেল আহমদ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর মামুনুর রশিদ। উদ্ভোধক হিসাবে ছিলেন- রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ (ছালেক)।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি ও শাবিপ্রবির সাবেক ছাত্র হামিদুর রহমান, সাধারন সম্পাদক ডা. মুবিন, আব্দুস সামাদ চৌধুরী ও মাসুমুর রহমান প্রমুখ। সকল অতিথি ও সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে বেলুন উড্ডয়নের মাধ্যমে সংগঠনের শুভ যাত্রা শুরু হয়। নেতৃীবৃন্দরা সংগঠনের গঠনতন্ত্র, লক্ষ্য উদ্দেশ্য ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং বিনামূল্যে রক্তদান,এলাকার সামাজিক উন্নয়ন ও শিক্ষা সহায়তা ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থানসহ বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক উদ্যাগ নেওয়া হয়।