কমলগঞ্জে অসহায় মুক্তিযোদ্বা পরিবার
প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২০
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: কমলগঞ্জে ১নং রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে সংশি¬স্ট দপ্তরে আবেদন-নিবেদন করেও একটি সরকারি ঘর পাচ্ছেন না (বীর মুক্তিযোদ্ধা মৃত ঃ সফিক মিয়া, ভারতীয় তালিকা নং-২৭৮২০, বেসামারিক গেজেট নং- ১০৬১, সাময়িক সনদ- ৬০৮৬৬) পরিবার। সর্বশেষ গত ৬ ফেব্র“য়ারী মুক্তিযোদ্ধার অসহায় স্ত্রী আজিরুন বেগম মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর পুনরায় আবেদন করেছেন।
আজিরুন বেগম জানান- আমি অসহায়। পরিবার পরিজন নিয়ে বহু কষ্টে দিনযাপন করিতেছি। ঝড়বৃষ্টি হলেই ঘরের মধ্যে বৃষ্টি প্রবেশ করে। যেকোন সময় ঘর ভেঙ্গে যেতে পারে। পূর্বে অনেকবার আবেদন নিবেদন করেছি। বর্তমানে আমার একটি ঘর পাওয়া নিতান্তই জরুরী। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে আকুল আবেদন আমাকে একটি গৃহ নির্মাণ করে দিলে আমার সন্তানাদি নিয়ে শান্তিতে বসবাস করতে পারবো। তিনি জীবন চলার তাগিদে সর্ব মহলের সহযোগীতা কামনা করেন।