দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে: খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২০

হাফিজুল হক, সাপাহার নওগাঁ প্রতিনিধি: দেশে ব্যাপক হারে উন্নয়ন বেড়েছে,আরএই উন্নয়ন যতদিন শেখ হাসিনা সরকার থাকবে ততদিন উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। উন্নয়নের ধারা দমিয়ে রাখার ক্ষমতা কারো নেই। গণপ্রজাতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনা সাপাহার উপজেলা খঞ্জনপুরে অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিয়েছে। এবং স্থল বন্দরের কার্যক্রম সাফল্যর পদে। জবই বিলে ইকোপার্ক অনুমোদনের প্রস্তুতি চলছে।জবই রাস্তা ও ব্রিজের নাম বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল নামকরণ সহ বিভিন্ন প্রকার উন্নয়নের কথা তুলে ধরে সাপাহার জবই বিলের মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

জেলা প্রশাসক হারুন অর- রশিদ এর সভাপতিত্বে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, মহাপরিচালক সারোয়ার মাহমুদ, নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, অন্যান্যের মধ্যে পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোরশেদ মঞ্জুর, উপজেলা নির্বাহি অফিসার আব্দুল হামিদ রেজা, নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার জয়া মারিয়া।

সাপাহার সহকারী কমিশনার ভূমি সোহরাব হোসেন, সাপাহার সহকারী পুলিশ সুপার বিনয় কুমার, সাপাহার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, অফিসার ইনচার্জ তারেক রহমান সরকার সহ বিভিন্ন পদস্থ কর্মকর্তা, তিন উপজেলার উপজেলা ভাইস চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীগণ, সাংবাদিক, মৎস্যজীবী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি বিলে মৎস্য আহরণের শুভ উদ্বোধনী ঘোষণা করেন।

 

আপনার মতামত লিখুন :