শার্শায় কর্মবিরতিতে স্বাস্থ্যকর্মীরা

প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২০

সুমা খাতুন,বেনাপোল প্রতিনিধি: নিয়োগবিধি সংশোধনসহ বেতন আপগ্রেডেশনের দাবিতে সারাদেশের ন্যায় যশোরের শার্শায়ও কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্যকর্মীরা।

‘ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীর অবদান’ স্লোগানে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

স্বাস্থ্য সহকারী কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শার্শা উপজেলা সভাপতি সালমা আক্তার।

এছাড়া আরও বক্তব্য রাখেন, শার্শা উপজেলা শাখার সহ-সভাপতি স্বাস্থ্য সহকারী মহাসিন আলী, সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম, প্রচার সম্পাদক রেনুকা খাতুন, মুক্তার আলী, মাহামুদা খাতুন, মামুনুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ‘নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতনগ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩ তম গ্রেডে উন্নীতকরণ করার দাবি না মেনে নেওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। ’

আপনার মতামত লিখুন :