আগৈলঝাড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২০
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পর্যায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। মেলায় উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। মেলায় প্রথম স্থান লাভ করে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় বাগধা স্কুল এন্ড কলেজ, তৃতীয় আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমী।
মেলা শেষে ভেগাই হালদার পাবলিক একাডেমীর হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম’র সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রান কুমার ঘটক ও ভেগাই হালদার পাবলিক একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।