ঢাকা মহানগর দক্ষিণ আ’লীগের নব-নির্বাচিত উপদেষ্ঠা পরিষদ সদস্য এম এ কাশেম এর সংবর্ধনা

প্রকাশিত : ২২ নভেম্বর ২০২০

স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্ঠা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ হকার্স লীগের সভাপতি এম এ কাশেম। এ উপলক্ষ্যে শনিবার বিকালে তাকে বঙ্গবন্ধু এভিনিউতে এক নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ হাকর্স লীগের কার্যকরী সভাপতি শরিফ মোঃ হাবিবুল্লাহ্ বুলবুল।

সংবর্ধনা সভায় বাংলাদেশ হকার্স লীগের ঢাকা মহানগরীর বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ হকার্স লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দুর রহমান, কেন্দ্রীয় হকার্স লীগ নেতা মোঃ আজহার, সাকের হোসেন, শামীম রানা, আসাদুল ইসলাম আলম, মোঃ সাগর, মোঃ জাহিদ, আব্দুল কুদ্দুস প্রমুখ।

অনুষ্ঠানে সংবর্ধিত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নব নির্বাচিত উপদেষ্টা পরিষদের সদস্য এম এ কাশেম বলেন, আমাকে উপদেষ্টা পরিষদের সদস্য করায় আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির এর কাছে আমি কৃতজ্ঞ।

প্রকাশ থাকে যে, এম এ কাশেম ইতিপূর্ব রমনা থানা আওয়ামী লীগের ভারপ্রপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছে। সম্প্রতি অনুষ্ঠিতব্য ঢাকা ৫ আসনের নির্বাচনে এম এ কাশেম আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

 

আপনার মতামত লিখুন :