সিঙ্গাপুরে আরও এক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত
প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২০
প্রাণঘাতী করোনা ভাইরাসে সিঙ্গাপুরে আরও এক বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। সিঙ্গাপুর প্রবাসী ওই বাংলাদেশি সে দেশে করোনায় আক্রান্ত দ্বিতীয় বাংলাদেশি বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেওয়া তথ্যে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এদিন সিঙ্গাপুরে নতুন করে দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন বাংলাদেশি শ্রমিক, অপরজন রিসোর্ট ওয়ার্ল্ড সেন্তোসা ক্যাসিনোর কর্মচারী।
এর আগে রোববার সিঙ্গাপুরে এক বাংলাদেশির করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে যিনি আক্রান্ত হয়েছেন তিনি এবং প্রথম ব্যক্তি একই জায়গায় কাজ করতেন। এক বাংলাদেশি ছাড়াও নতুন করে দেশটিতে আরও একজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। তিনি সিঙ্গাপুরের স্থানীয় নাগরিক। এ নিয়ে সিঙ্গাপুরে মোট ৪৭ জন এতে আক্রান্ত হলেন। এদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।
সিঙ্গাপুরে থাকা করোনায় আক্রান্ত ব্যক্তির বয়স ৩৯ বছর। ৮ ফেব্রুয়ারি তার করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া যায়। অল্প কিছু দিনের মধ্যে তিনি চীনে ভ্রমণ করেননি। ৬ ফেব্রুয়ারি শারীরিক অসুস্থতা বোধ করলে এর পরদিন একটি সাধারণ হাসপাতালে যান এই বাংলাদেশি। এরপর ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিজে (আইসিইউ) গেলে ১০ ফেব্রুয়ারি তার করোনাভাইরাসে আক্রান্তের তথ্য জানা যায়।
চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে বিশ্বের ২৫টিরও বেশি দেশে। এতে এখন পর্যন্ত এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।বর্তমানে চীনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ২শ’রও বেশি