জাহাঙ্গীরনগর থিয়েটার সাংস্কৃতিক প্রতিযোগিতার ফল ঘোষণা
প্রকাশিত : ২২ নভেম্বর ২০২০
সাগর কর্মকার, জাবি প্রতিনিধি: ঘরে বন্দি, মনে নয়; সৃজনে করো বিশ্ব জয়’ এই স্লোগানকে ধারণ করে করোনাকালীন সময়ে সংস্কৃতি চর্চার ধারাকে প্রসারিত করা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘জাহাঙ্গীরনগর থিয়েটার সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২০’-এর ফল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এ ফল ঘোষণা করা হয়। বিজ্ঞ বিচারকদের রায় (৮০ শতাংশ) ও দর্শকদের ভোটিং (২০ শতাংশ) সমন্বয় করে বেছে নেওয়া হয়েছে প্রতিযোগিতায় বিজয়ীদের। গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলেছে গত ১৫ নভেম্বর পর্যন্ত।
এবার তিনটি সেগমেন্টে পুরস্কার দেওয়া হয়। সেগমেন্ট তিনটি হলো গান, নাচ ও আবৃত্তি। গান সেগমেন্টে প্রথম হয়েছেন নহলী আকাশলীনা (বাংলা-৪৮ ব্যাচ)। দ্বিতীয় হয়েছেন জুঁই ভৌমিক (বাংলা-৪৪ ব্যাচ) ও তৃতীয় হয়েছেন অগ্নিজিতা দে সেঁজুতী (আইন ও বিচার-৪৯ ব্যাচ) নাচ সেগমেন্টে প্রথম হয়েছেন রাহাতুল ফেরদৌস রাত্রী (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি-৪৮ ব্যাচ)। দ্বিতীয় হয়েছেন শারমীন সুলতানা সুরভী (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি-৪৮ ব্যাচ) ও তৃতীয় হয়েছেন জান্নাতুল ফেরদৌস অনামিকা (নগর ও অঞ্চল পরিকল্পনা-৪৯ ব্যাচ)।
আবৃত্তি সেগমেন্টে প্রথম হয়েছেন বাংলা বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী নহলী আকাশলীনা (বাংলা-৪৮ ব্যাচ)। দ্বিতীয় হয়েছেন জুলফি শাহ রাবেয়া মুমু (চারুকলা-৪৪ ব্যাচ)। তৃতীয় হয়েছেন আনিকা ইন্তিসার (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি-৪৯ ব্যাচ)।