মন্ডলপাড়া সাবেক ফুটবলার আজমতের স্বরণে মিলাদ

প্রকাশিত : ২০ নভেম্বর ২০২০

মোঃ পন্ডিত হোসেন: মন্ডলপাড়া সাবেক ফুটবলার আজমত খন্দকার স্বরণে দাফন কমিটির উদ্যোগে মিলাদ দোয়ার মাহফিল হয়েছে। বাদ জোহর মন্ডলপাড়াস্হ বঙ্গবীর সংসদে মিলাদের আয়োজন করা হগ। মাহফিলে সকালে কোরআন খতম, দুপুরে মিলাদ ও দোয়া হয়।

উপস্থিত ছিলেন। সভাপতি কাইয়ুম খান, সহ সভাপতি মনু খান, শাহ আলম, সাধারণ সম্পাদক আজমীর হোসেন খন্দকার আকবর, লিটন খন্দকারই, মেরাজ বাবু , কোষাধ্যক্ষ হেদায়েত উল্লাহ খন্দকার, দপ্তর সম্পাদক আমানত উল্লাহ আরমান,প্রচার সম্পাদক সৈয়দ মোক্তার হোসেন, সাংগঠনিক। সম্পাদক রাসেল খন্দকারসহ কমিটির সকল সদ স্যবৃন্দ ।

মিলাদ দোয়া পরিচালনা করেন আকবর খন্দকের। উল্লেখ্য থাকে যে, তিনি মন্ডলপড়া দাফন কমিটির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বতমান কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন।

 

আপনার মতামত লিখুন :