নাঃগন্জে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন
প্রকাশিত : ২০ নভেম্বর ২০২০
মোঃ পন্ডিত হোসেন: প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি দুর্যোগ মোকাবেলায় আনবে গতি”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নারায়ণগঞ্জসহ সারা বাংলাদেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২০ই;শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৯ নভেম্বর) সকালে নগরের মন্ড়লপাড়াস্হ নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনে মিলনায়তনে শুভ উদ্বোধন করেন সেলিম রেজা়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন। প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোঃ সেলিম রেজা, বিশেষ অতিথি ছিলেন ফায়ার সার্ভিস সাবেক পরিচালক মোঃ হাসমত উল্লাহ।
আমন্ত্রিত অতিথি ছিলেন সোনারগাঁও ফায়ার সার্ভিস উপ-সহকারী পরিচালক তানহা রুল ইসলাম,সহ সাতটি থানার সিনিয়র স্টেশন অফিসার নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার মোঃ বেলাল হোসেন,হাজীগঞ্জ ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার মোঃ মোরশেদ, ফতুল্লা ফায়ার সার্ভিস সিরিয়াল স্টেশন অফিসার মোঃ কাজল মিয়া, আদমজী ইপিজেড ফায়ার স্টেশন অফিসার মোঃ শাহজাহান সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্তব্যরত অফিসার ও সদস্যগণ। তাছাড়া উপস্থিত ছিলেন প্রশিক্ষণপ্রাপ্ত ফায়ার সার্ভিস কর্মীরা ভাই-বোনেরা।