কেন্দ্রীয় নেতাদের মানরক্ষার্থে জেলা যুবদলের “ক্যামেরা-রুল-অ্যাকশন”

প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২০

সারা দেশে কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কর্মসূচি পালনে ২ মিনিটের মানরক্ষার বিক্ষোভ মিছিল করে উধাও জেলা যুবদলের নেতৃবৃন্দ। কেন্দ্রীয় নেতৃবৃন্দদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি করে নগরীতে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন জেলার নেতৃবৃন্দ।

কিন্তু পুলিশের তৎপরতা দেখে “ক্যামেরা-রুল-অ্যাকশন” এর ন্যায় ব্যানার খুলতে যতটা সময় গুছাতে লেগেছে তার অর্ধেক। এরই মধ্যে ২/১ এক টা শ্লোগান ফটোসেশনের কাজ সমাপ্তি করে স্থান ত্যাগ করেন সংগঠনটির নেতৃবৃন্দ। এ যেন কেন্দ্রীয় নেতৃবৃন্দদের মানরক্ষার্থে জেলা যুবদলের ফটোসেশনের ক্ষুদ্র আয়োজন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে চাষাড়াস্থ মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘিেট।

জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম টিটুর নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের মানরক্ষার্থে ফটোসেশনে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন চৌধুরী সালামত, সহ-সভাপতি ইসমাইল খান, দেলোয়ার হোসেন, আফজাল কবির, যুগ্ম-সম্পাদক রাসেল আহমেদ, শাহিন আহমেদ, আরিফুজ্জামান ইমন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

আপনার মতামত লিখুন :