ঝিনাইদহে দুই সাংবাদিকসহ ৩ জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে দুই সাংবাদিকসহ ৩ জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক নবচিত্র পত্রিকার বার্তা প্রধান জেলার সিনিয়র সাংবাদিক আসিফ কাজল ও দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগসহ তিনজনের নামে ৫০০/৫০১ ধারায় অভিযোগ দিয়েছেন আব্দুস সালাম ও আজির উদ্দীন নামে কালীগঞ্জ অগ্রনী ব্যাংক শাখার এই দুই কর্মচারী।
মানববন্ধন থেকে দুর্নীতির দায়ে অভিযুক্ত এই দুই ব্যাংক কর্মচারীর শাস্তির দাবি জানানো হয়। ব্যাংকের এই দুই কর্মচারী সম্প্রতি টাকা চুরির দায়ে সাময়িক বরখাস্ত রয়েছেন।