বরিশালে কিশোরীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২০

বরিশালে প্রতীকি যুব সংসদের আয়োজনে অসচ্ছল কিশোরীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। জেন্ডার ভিত্তিক ন্যায় বিচারের প্রচার: পুরুষ এবং ছেলেদের সংযুক্তিকরণ নেটওয়ার্ককে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের নারী ও শিশুদের প্রতি সহিংসতা হ্রাসকরণ প্রকল্পের আওতায় ব্র্যাক’র সহযোগিতায় করোনা ভাইরাস (কোভিড-১৯) সংকটকালীন সময়ে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় এই সুরক্ষা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পাভেল তৌহিদুজ্জামান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুরক্ষা সামগ্রী বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম জাহাঙ্গীর, সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক, ব্র্যাক জেন্ডার জাস্টিস এন্ড ডাইভার্সিটি প্রোগ্রামের সেক্টর স্পেশালিস্ট (কমিউনিকেশন) দৃষ্টি তন্ময়, ডিভিশনাল ম্যানেজার মো: সেলিম মোল্লা, প্রতীকি যুব সংসদের চেয়ারপার্সন আমিনুল ইসলাম (ফিরোজ মোস্তফা, নির্বাহী প্রধান সোহানুর রহমান, পরিচালক সাব্বির হোসেন নবীনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে সামাজিক দূরুত্ব বজায় রেখে দুইশত পঞ্চাশ প্যাকেট সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

 

 

আপনার মতামত লিখুন :