লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি, সেই যুবক আটক

প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২০

ফেসবুক লাইভে এসে রামদা দেখিয়ে ক্রিকেটার সাবিক আল হাসানকে হত্যার হুমকিদাতা সেই মহসীন তালুকদারকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (১৭ নভেম্বর) সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের রনসী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মহসিন তালুকদার সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন শাহপুর তালুকদারপাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে।এর আগে সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কলকাতায় কালী পূজার একটি অনুষ্ঠানে অংশ নেওয়ায় লাইভ ভিডিওতে দা উঁচিয়ে ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দিয়েছিল ওই যুবক। পরে ভিডিওটি ছড়িয়ে পড়লে মহানগর পুলিশ হত্যার হুমকিদাতাকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে।

এতে পুলিশের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় আত্মগোপনে চলে যান মহসিন। র‌্যাব-৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানী কমান্ডার মো. ফয়সল আহমদ মহসীন তালুকদারকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

 

আপনার মতামত লিখুন :