গলাচিপায় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ

প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২০

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু।

আরও উপস্থিত ছিলেন ব্র্যাক রিসোর্স পার্সোন আ. লতিফ খান, পিসি (ব্র্যাক) মোসা. আফরিন খান, সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু শাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, প্রশাসনিক কর্মকর্তা আ. মন্নান মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল্লাহ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, গলাচিপা প্রেস ক্লাবের এক অংশের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা প্রেস ক্লাবের অপর অংশের সভাপতি খালিদ হোসেন মিল্টন, গোলখালী ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার, চিকনিকান্দী ইউপি চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন রিয়াদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আমতলি প্রোগ্রাম পরিচালক এম এম জাহাঙ্গীর।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার সুকুমার মিত্র। ব্র্যাক হিউমিনিটি টারিয়ান প্রোগ্রাম ও নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এর আয়োজনে এবং সহায়তায় ছিলেন উপজেলা প্রশাসন। এসময় বক্তারা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে জনগণের মধ্যে আরও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কার্যকর ভ‚মিকা পালন, বৈশি^ক মহামারি করোনা ভাইরাস এর ২য় ধাপ মোকাবেলায় সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করা এবং অন্যান্য দিক নির্দেশনা তুলে ধরেন।

 

 

আপনার মতামত লিখুন :