মৌখিক পরীক্ষার মাধ্যমে আইনজীবি হিসেবে তালিকাভুক্ত করার দাবিতে মানববন্ধন

প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: লিখিত পরীক্ষা মওকুফ করে মৌখিক পরীক্ষার মাধ্যমে আইনজীবি হিসেবে তালিকাভুক্ত করার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার দুপুরে জেলা আইনজীবি সমিতির কার্যালয়ে সামনে এ কর্মসূচীর আয়োজন করে সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী পরিষদ জেলা শাখা।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দসহ শিক্ষানবিশ আইনজীবিরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী পরিষদ জেলা শাখার আহ্বায়ক তপন কুমার মুখার্জী, শিক্ষানবিশ আইনজীবি আকরাম হোসেন, সেলিনা খাতুন, শিরিন সুলতানা, মিতা সাহা, কুলসুম লতা, মনিরা খাতুন, সাবিহা খাতুন, আব্দুস সালাম প্রমুখ।

এসময় বক্তারা, করোনাভাইরাস ও শিক্ষানবিশ আইনজীবীদের কথা চিন্তা করে লিখিত পরীক্ষা মওকুফ করে দ্রুত মৌখিক পরীক্ষার মাধ্যমে তাদের আইনজীবী তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান।

 

আপনার মতামত লিখুন :