পটুয়াখালীর গলাচিপায় আনন্দ মিছিল
প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলার কৃতি সন্তান, ঢাকা কলেজের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় যুবলীগের সদস্য মু. মামুন আজাদকে ঢাকা সদ্য ঘোষিত যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে যুবলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ-সম্পাদক মনোনিত করায় গলাচিপায় আনন্দ মিছিল হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পৌরমঞ্চ চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মু. বশার প্যাদা, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন লিটু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশরাত হোসাইন আব্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদ আহসান কচিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ আহম্মেদ আসিফ, সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন, যুবলীগ নেতা নিহার মাল, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মো. খোকন প্যাদা, যুবলীগ নেতা মো. হামিদুল মাতবর সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।