ঝিনাইদহের ত্রিমোহনীতে উদ্বোধনী খেলায় কালিগঞ্জ জয়ী
প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহ সদরের সাগান্না ইউনিয়নের, উত্তর নারায়ণপুর ত্রিমোহনী ফুটবল লীগের উদ্বোধনী খেলায় কালিগঞ্জ হেলাই একাদশ হরিনাকুণ্ডু একাদশের বিপক্ষে ২-০ গোলে জয় লাভ করেছে। বিকাল ৩.০০ টায়, ৩ নং সাগান্না ইউনিয়ন চেয়ারম্যান, মোঃ আলাউদ্দিন আল মামুন তার বক্তব্যের মাধ্যমে খেলার শুভ উদ্বোধন করেন।
এ সময় বক্তব্য রাখেন, ৩ নং সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মুন্সী মোঃ শাহীন রেজা সাঈদ। আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ইউনূচ আলী ইনু, উপস্থিত ছিলেন ত্রিমোহনী মিল মালিক সমিতির সভাপতি, মোঃ মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, আরশাদ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন, হুশিয়ার রহমান মেম্বার, সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হক তুর্পি , আঃ রশিদ, ফজলুল করিম,আমজাদ হোসেন, ফারুক সরকার সহ আরও অনেকে। ফুটবল লীগটির আয়োজন করেন, উত্তর নারায়ণ পুর লায়ন্স ক্লাব। লায়ন্স ক্লাবের কর্ণধার মোঃ বকুল হোসেন ও হাবিব মিয়া বলেন, “খুবই ভালো মানের একটি খেলা উপহার দিতে চলেছি।
আগামী খেলাগুলোতে দর্শকেরা আরও ভালো খেলা দেখতে পাবেন বলে তারা জানান।” ফুটবল লীগের দ্বিতীয় খেলা আগামী ১৪-১১-২০২০ রোজ শনিবার অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় কোটচাঁদপুর একাদশের বিপক্ষে লড়বে ঝিনাইদহ বি(ভাটই) একাদশ।